WELCOME TO METROPOLITON COLLEGE
Syllabus
পাঠ পরিকল্পনা
মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় প্রতিযোগিতামূলক ও সম্ভাবনাময় বিশ্ব-চাহিদার প্রেক্ষাপটে বাস্তবসম্মত ও ফলপ্রসু শিক্ষার মাধ্যম হিসেবে একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ পরিকল্পনা অনুসরন করে সবাই এগিয়ে যাচ্ছে সম্মূখের দিকে, উন্নয়নের দিকে। এ এগিয়ে চলার পেছনে রয়েছে শিক্ষার্থীর মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার উন্নতি সাধন এবং প্রয়োগ, নৈতিক চরিত্র গঠন ও সুদৃঢ় সংকল্প, আধুনিক প্রযুক্তি বিদ্যা ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্বারোপ এবং সময়ের সদ্ব্যবহার।
বর্তমান আধুনিক বিশ্বে যে সব দেশ উন্নয়নের স্বর্নশিখরে অধিষ্ঠিত, সময়কে কাজে লাগিয়েই সে সব দেশ আজ মডেল হিসেবে চিহ্নিত হচ্ছে। সে সব দেশের শিক্ষা ব্যবস্থায় পাঠ পরিকল্পনা এক কার্যকর পদক্ষেপ। মেট্রোপলিটন কলেজ, রাজশাহী শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিনত করার অভিপ্রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাজশাহী শিক্ষাবোর্ড নির্দেশিত ক্লাশ শুরুর প্রথম দিন হতেই একাডেমিক ক্যালেন্ডার অনুসারে প্রতিটি কার্যক্রম পরিচালনা করছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও রাজশাহী শিক্ষাবোর্ড প্রদত্ত সিলেবাস অনুয়ায়ী প্রতিটি শিক্ষাবর্ষে, প্রতিটি বিষয়ে নির্ধারিত অধ্যায়সমূহ পাঠ পরিকল্পনা অনুসারে পাঠদান এবং পঠিত বিষয়ের উপর নিয়মিত পরীক্ষা গ্রহণ, পাঠ পরিকল্পনার অর্ন্তভূক্ত।
একাডেমিক ক্যালেন্ডার মূলত : শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের শিক্ষাবর্ষের শুরুতেই কলেজের আগামী দিনগুলোর কর্মকান্ড সম্পর্কে অবহিতকরণের এক শিক্ষা উপকরণ। সর্বপরি একাডেমিক ক্যালেন্ডার ও পাঠ করিকল্পনা শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট শিক্ষা প্রতিষ্ঠানের এক লিখিত প্রতিশ্রুতি।