WELCOME TO METROPOLITON COLLEGE
Message from principal
শিক্ষা জাতীয় উন্নয়নের প্রধান সোপান। প্রতিযোগিতায় বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে শিক্ষা পদ্ধতি ও কার্যক্রমে ছোঁয়া লেগেছে অত্যাধুনিক প্রযুক্তির। প্রচলিত একঘুঁয়েমি শিক্ষা ব্যবস্থা হতে সম্পূর্ন বিজ্ঞান ভিত্তিক ভিন্নমাত্রা সংযোজন করা হয়েছে মেট্রোপলিটন কলেজের শিক্ষাদান পদ্ধতিতে। খোলা হলো ওয়েব সাইট- যার মাধ্যমে সুফল ভোগ করবে শিক্ষার্থী অভিভাবক সকলেই।
দেশের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা অনুধাবন করেই বিদ্যমান বাধাসমূহকে অতিক্রম করে যোগ্য নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখা ও বৃদ্ধি করা অধ্যক্ষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।এই গুরু দায়িত্ব ও কর্তব্য পালনে আমরা নিবেদিত। আমি বিশ্বাস করি এ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সুস্থ মানসিকতা। আমাদের স্বপ্ন এ কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যেখান থেকে বেরিয়ে আসবে মুক্তিযুদ্ধের চেতনায় একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম সৎ, নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃংখল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রছাত্রীবৃন্দ। এসব ছাত্রছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখুক এটাই আমাদের প্রত্যাশা।